শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে গ্রেপ্তার ৬

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ১১:২৪ পিএম


শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে গ্রেপ্তার ৬
ছবি : আরটিভি

আশুলিয়া শিল্পাঞ্চলে শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। 

বিজ্ঞাপন

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

আত্মকৃতরা হলেন গিয়াস উদ্দিন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহেরুল ইসলাম ও রাজু আহমেদ। গ্রেপ্তারকৃতরা সবাই আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বসবাস কারে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে, যার ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ছয়জনকে আটক করা হয়।

শিল্পাঞ্চলে আজ অন্তত পাঁচটি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি করাখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission