ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে যৌথ বাহিনীর রেড ব্লক অভিযান 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

রাজশাহীতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে রেড ব্লক অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ থেকে নগরীর মণিচত্বর, সাহেব বাজার, জিরো পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করতে দেখা যায়নি যৌথ বাহিনী সদস্যদের। তবে এই রেড ব্লক ডেভিল হান্টেরই অংশ বলছেন যৌথ বাহিনীর সদস্যরা। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যার পর থেকেই রাজশাহী মহানগরীর ছয়টি থানা এলাকায়, টহল চেকপোস্ট ও রেড ব্লক অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় সন্দেহ ভাজন বেশ কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় যৌথ বাহিনী সদস্যদের। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।  

এছাড়াও ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে দেখা যায় যৌথ বাহিনী সদস্যদের। তাদের কাছ থেকে চাওয়া হয় চাঁদাবাজদের সুনির্দিষ্ট তালিকা। 

এ বিষয়ে (এডিসি) মাইনুল ইসলাম জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আজকে রেড ব্লক অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনী কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন এলাকা ও জনসমাগম এলাকায় এই অভিযান পরিচালনা করে। তবে এই ঘটনা এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে কাউকে আটক করা হয়নি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মূলত আমরা ছিনতাই ও ডাকাতি রোধে জনসচেতনতা চালাচ্ছি এবং মানুষকে আশ্বস্ত করছি তাদের পাশে রয়েছি আমরা। এরপরও কোন  জায়গায় কেউ  আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। 

উল্লেখ্য; ২৪ ঘণ্টায় রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |