• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি রাজশাহীতে গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১০:০১
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি রাজশাহীতে গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।

তিনি বলেন, রাজশাহীতে এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সজীব সাহা। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মহানগরের শাহ মখদুম থানার হেফাজতে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি বগুড়া সদর থানাকেও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতা সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অন্তত ৪টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিই হত্যা মামলা। আরেকটি হামলার ঘটনার মামলা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। আর এরপর থেকেই সজীব গা ঢাকা দেন। রাজশাহী মহানগর এলাকায় এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে বগুড়া সদর থানা পুলিশের একটি দল রাজশাহী পৌঁছেছে। তারা ছাত্রলীগ নেতা সজীবকে বগুড়া নিয়ে যাবে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
মুসলিম ছাত্রলীগ নেত্রীর হেনস্তার ভিডিও হিন্দু মেয়েকে নির্যাতন বলে প্রচার
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী রিভা কারাগারে, সিয়াম-নাঈম রিমান্ডে