ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ , ০৯:৩২ পিএম


loading/img
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হাজী আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন ওই গ্রামের সৈয়দ হোসেনের ছেলে। তিনি তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, আক্তার হোসেনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আক্তার হোসেন এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |