গোপালগঞ্জে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ০৭:৪৪ পিএম


গোপালগঞ্জে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার 

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশী শক্তির প্রভাব দূর করতে হবে। একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ,বিতর্কমুক্ত,অংশগ্রহনমুলক, সর্বজনগ্রহনযোগ্য, উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হলে ই- ভোটিং ও ব্লক চেইন টেকনোলজি প্রবর্তন করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টি সভাপতি সাজ্জাদ হোসেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি জাকের পার্টির মহাসচিব বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরী। সে সাথে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার জন্য আলাদা কমিশন প্রতিষ্ঠা করা দরকার।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা কানিজ ফাতিমা লিপি, কেন্দ্রীয় সদস্য মহুয়া সুলতানা লাভলি ও আরও অনেকে।

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission