• ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
logo

বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের ওপর হামলা: তদন্ত করতে অপারগতা প্রকাশ 

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮
বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের ওপর হামলা: তদন্তে করতে অপারগতা প্রকাশ 
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় তদন্ত কাজে অপারগতা প্রকাশ করে তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন সভাপতি ও সদস্য সচিব। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তারা এ পদত্যাগপত্র জমা দেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

জানা যায়, গত ২৫ জানুয়ারি পরীক্ষা শেষে বাইরে বের হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ। এ সময় সমন্বয়করাসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। তখন সোহাগের অনুসারী ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে শরিফুল ইসলাম সোহাগকে ছিনিয়ে নেন। এ সময় দুই সমন্বয়কসহ ৪ জন আহত হন। এ ঘটনায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদকে সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়।

কিন্তু তদন্ত করতে অপারগতা প্রকাশ করে রোববার রাতে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদ ও সদস্য সচিব শেখ রাসেল হলের প্রভোস্ট মো. শাহবউদ্দিন।

এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদ বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় তদন্ত করা আমার পক্ষে সম্ভব নয়। এ কারণে আমি রেজিস্ট্রার বরাবর কাজে অপারগতা জানিয়ে পত্র জমা দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, তদন্ত করতে অপারগতা প্রকাশ করে রোববার রাতে পদত্যাগপত্র জমা দেন তদন্ত কমিটির প্রধান ও সদস্য সচিব। বিষয়টি উপাচার্যকে জানানো হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন সমন্বয়ক কাদের
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা, ৩৩ জনকে আসামি করে মামলা
বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের হামলা, আহত সমন্বয়কসহ শিক্ষার্থীরা
ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস আলম