• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

গেটম্যানের সাহসিকতা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫৯
গেটম্যানের সাহসিকতা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
ছবি : সংগৃহীত

লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায় একটি ইটবোঝাই লরি। এ সময় ট্রেন আসতে দেখে অধিকাংশ মানুষ আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করেন। কিন্তু ছুটোছুটি না করে মানুষ বাঁচাতে ব্যতিক্রমী চিন্তা করেন রেলওয়ের গেটম্যান আমির হোসেন। তিনি লাল পতাকা উড়িয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে শুরু করেন ট্রেন থামানোর জন্য। দূর থেকে এমন দৃশ্য দেখে ট্রেন চালক লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এসে ট্রেন থামান। গেটম্যানের সাহসিকতায় বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

শনিবার (২ নভেম্বর) বিকেলে এমন ঘটনা ঘটে জামালপুর-চট্টগ্রাম রেলপথে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে গৌরীপুর পৌর শহরের গাঁওগৌরীপুর এলাকার একটি ইটভাটা থেকে লরিতে ইটবোঝাই করে ময়মনসিংহ যাচ্ছিলেন চালক তাইজুল ইসলাম সাইমন। পথিমধ্যে লরিটি গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে রেললাইনে আটকে পরে। এমন সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস রেলওয়ের আউটার সিগন্যাল এলাকায় প্রবেশ করলে লেভেল ক্রসিংয়ের গেটম্যান আমির হোসেন দুর্ঘটনা এড়াতে লাল পতাকা নিয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে থাকে ট্রেন থামানোর জন্য। বিষয়টি ট্রেনচালকের নজরে আসলে তিনি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এসে ট্রেন থামান।

গেটম্যান মো. আমির হোসেন বলেন, ট্রেন আসার পূর্বমুহূর্তে রেলগেটের ওপরে ইটবোঝাই লরি ট্রাক আটকা পড়ে। এ সময় ট্রেন আসতে থাকায় দৌড়ে লাল নিশান উড়িয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হই।

এ বিষয়ে লরি চালক তাইজুল ইসলাম সাইমন বলেন, ‘গাঁওগৌরীপুর ইটভাটা থেকে ইট নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম। রেলক্রসিং অতিক্রমের সময় লরির ইঞ্জিন বডি থেকে পৃথক হয়ে যায়। পরে লালনিশান উড়িয়ে গেটম্যান ট্রেন থামান। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক সরিয়ে আনা হয়।’

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম বলেন, ‘১৭টি কোচ নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে জামালপুরগামী আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গৌরীপুর জংশনে আসছিল। এমন সময় রেলগেটে লরি আটকে গেলে গেটম্যান বিষয়ে আমাদের জানানোর পর কন্ট্রোলকে অবহিত করি। গেটম্যান লাল নিশান উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকে ছিলো। গৌরীপুর জংশনে ৪টা ১০ মিনিটের স্থলে ৪টা ৩০ মিনিটে প্রবেশ করে। জামালপুরের উদ্দেশ্যে ৪টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরে গেছেন রিকশাচালকেরা, ৪ ঘণ্টা পর ঘুরল রেলের চাকা
জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
ট্রেন থামল স্টেশন পেরিয়ে ২ কিলোমিটার দূরে, এরপর যা ঘটল 
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে