• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বান্দরবান সীমান্তে ৮১ রোহিঙ্গা আটক

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ২২:৫৫
বান্দরবান সীমান্তে ৮১ রোহিঙ্গা আটক
ছবি : আরটিভি

বান্দরবানের আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮১ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন।

আটক রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন শিশু বাকি ৫০ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।

জানা যায়, রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা।

পরে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করে। অনুপ্রবেশকারীদের আটক করা গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সহায়তাকারী দালাল চক্র।

আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন বলেন, আটককৃত ৮১ রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, সকালে তিনটি পৃথক অভিযানে এসব রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। তাদের মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান। এ জন্য তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
বান্দরবানে ১৫ বছর পর নৌকাবাইচ
মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ
বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার