ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বান্দরবান সীমান্তে ৮১ রোহিঙ্গা আটক

আরটিভি নিউজ

সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ১০:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

বান্দরবানের আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮১ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (১১ নভেম্বর) আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন।

আটক রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন শিশু বাকি ৫০ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।

বিজ্ঞাপন

জানা যায়, রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করে। অনুপ্রবেশকারীদের আটক করা গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সহায়তাকারী দালাল চক্র।

আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন বলেন, আটককৃত ৮১ রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, সকালে তিনটি পৃথক অভিযানে এসব রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। তাদের মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান। এ জন্য তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |