• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৪ পুলিশ সদস্য আহত

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৩:৩৬
রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৪ পুলিশ সদস্য আহত
ছবি : সংগৃহীত

বরগুনায় ৭ জন রিমান্ডের আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোজাম্মেল হোসেন।

আহতরা হলেন, বরগুনার তালতলী থানার এসআই শহিদুল ইসলাম, কনস্টবল রিয়াজুল ইসলাম, অন্তর ও ফোরকান।

আটকৃতরা হলেন সদর উপজেলার ঘটবাড়ীয়া নামক এলাকার মিজানুর রহমানের ছেলে আশ্রাফুর রহমান অন্তু (২০), বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার আ. ছত্তারের ছেলে মো. ছগির মিস্ত্রি (৫০) ও তার স্ত্রী হামিদা বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, গত অক্টোবর মাসের ১৫ তারিখ বরগুনার তালতলী থানায় আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা তালতলী বন্দরের জিয়া মঞ্চ ও বিএনপি অফিস ভাঙচুরসহ কুপিয়ে বিনষ্ট করেন। বাদী পক্ষের জাকির হোসেন নামে একজনের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তার অফিসে ভাঙচুর চালায়। এ ছাড়াও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন সময় মহরা ও বিভিন্ন মানুষের ওপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। পরে প্রকৃত ঘটনা উদঘাটন ও অন্য কোনো মদদদাতা রয়েছে কি না তা বের করতে আদালতে আসামিদের রিমান্ড চাইলে অভিযুক্ত সাত জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে তাদের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে গেলে হাসপাতালে থাকা আসামিদের স্বজনরা আসামিদেরকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের ৪ সদস্য আহত ও হাসপাতালে কর্মরত ৫ জন স্টাফ আহত হয়। পরে বরগুনা গোয়েন্দা পুলিশ ও সদর থানায় জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। তবে এ ঘটনায় পুলিশ হেফাজতে থাকা কোন আসামিকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

অভিযুক্ত রিমান্ডের আসামিরা হলেন, মো. মিজানুর রহমান (৩০), মো. রাকিব (২৫), মো. জাহিদ (২৫), মো. খলিল (৩০), মো. ইমরান হোসেন (২২), মো. আরিফুর রহমান (২০) ও মো. ইউসুফ (২৬)।

বরগুনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে সাতজন আসামিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে স্বজন ও আসামিরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হামলাকারী তিনজনকে আটক করতে সক্ষম হই। এছাড়াও এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, তালতলী থানা পুলিশের সদস্যরা ৭ জন আসামিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে আসামি ও স্বজনরা সঙ্গে থাকা পুলিশের ওপর হামলা করেন। এ অবস্থায় হাসপাতালে কর্মরত কয়েকজন বাঁধা দিলে তাদের ওপরেও হামলা চালায় তারা। যেসব আসামিরা পুলিশের হেফাজতে ছিল তাদেরসহ ঘটনায় জড়িত স্বজনদের মধ্যে আরও তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার
হবিগঞ্জে সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
থানা থেকে পালিয়েছে আসামি, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
ক্রেস্টে শেখ হাসিনার নাম, সমালোচনার ঝড়