ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

জালে ধরা পড়ল সাড়ে ১০ কেজির কোরাল

আরটিভি নিউজ 

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০৮:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল কোরাল মাছ।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকায় এই মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে মো. রুবেল মিয়া নদীতে জাল ফেললে এতে কোরালটি ধরা পড়ে।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে আন্ধারমানিক নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন রুবেল মিয়া। বুধবার সকালে ভাটার সময় জাল তুলতে গিয়ে তিনি কোরাল মাছটি দেখতে পান।

বিজ্ঞাপন

পরে মাছটি তালতলী বাজারে নিয়ে গিয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি।

ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, প্রতি কেজি এক হাজার টাকা দরে মাছটি হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার নদ-নদী ও সাগরে বিভিন্ন সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধ করায় মাছের প্রজনন ও বেড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এরই সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |