নাফ নদী থেকে অপহৃত এক জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজারের নাফ নদী থেকে অপহৃত পাঁচ জেলের মধ্যে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জেলের নাম ছৈয়দুল বশর (১৯)। তিনি আঞ্জুমানপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।
উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, নিহত জেলে ছৈয়দুল বশরের লাশ তার আত্মীয়-স্বজনরা শনাক্ত করেছেন। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (১৪ নভেম্বর) উখিয়া নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত হন বাংলাদেশি পাঁচ জেলে। এর মধ্যে ছৈয়দুল বশরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে এবং হাতের বাহু ও ঘাড়ে গুলি করে হত্যা করার চিহ্ন দেখা যায়।
আটক অন্য জেলেরা হলেন, আঞ্জুমানপাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০), নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান (১৯), জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউছুফ জালাল (১৯)।
এ বিষয়ে উখিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, পাঁচ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা অবগত। কারা তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আরটিভি/এমএ-টি
মন্তব্য করুন