পঞ্চগড়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যের বাজারে সবজি বিক্রি 

প্রতিনিধি পঞ্চগড়, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ০১:৪১ পিএম


পঞ্চগড়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যের বাজারে সবজি বিক্রি 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পঞ্চগড়ে ন্যায্যমূল্যের বাজার চালু করেছে জেলা প্রশাসন।  সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে এ কার্যক্রম। সরাসরি চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজিসহ নানান পণ্য কিনে এনে বিক্রি করা হচ্ছে এই বাজারে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জেলা অডিটোরিয়াম চত্বরে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বাজারে সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ‘খেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভমূল্যে জনগণের জন্য’ এ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যের বাজার।

পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই বাজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত সেচ্ছাসেবী ফোরাম। ফোরামের অধিকাংশ সদস্যই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন জানিয়েছে, স্বেচ্ছাসেবীরা চাষিদের খেত থেকে সবজি কিনে এনে বাজারমূল্য থেকে কমমূল্যে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি লাউ ২০ টাকা, শিম ৬০ টাকা, করলা ২০, মরিচ ৬৫, বাঁধা কপি ৪০, লাল শাক ৩০, মুলা ৩৫, ডাটা ১৮, পেঁয়াজ ৮০, বেগুন ২০, পালং শাক ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন বাজার থেকে অন্তত ২০ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে বাজারে। সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড় শুরু হয়। এতে ক্রেতারা খুশি। তারা বলছেন আরও দোকান এবং পণ্য বাড়ালে সুবিধা হবে। সেই সাথে সপ্তাহের প্রতিদিনই ন্যায্যমূল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা। 

রামের ডাঙ্গা এলাকার আবদুর রশিদ জানান, বাজারের থেকে ২০ থেকে ৩০ টাকা কমমূল্যে শাক সবজি কিনতে পারছি। তবে আরও দোকানের প্রয়োজন আছে। আর সপ্তাহের প্রতিদিনই বাজার বসলে ভালো হয়। এই বাজারে আমরা টাটকা শাক-সবজি পাচ্ছি।

বিজ্ঞাপন

সেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব জানান, সংগঠনের স্বেচ্ছাসেবীরা দোকান পরিচালনা করছে। তারা অধিকাংশই ছাত্র। আমরা সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে কমমূল্যে শাক সবজি কিনতে পারে, তাই এ দোকানে কাজ করছি। প্রতিদিন ভোরবেলা কৃষকের সবজি খেত থেকে আমরা সবজি কিনে এনে এখানে বিক্রি করছি। এতে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা করতে পারছে না। কৃষকও ন্যায্য দাম পাচ্ছে। একই সাথে সাধারণ মানুষও কমদামে শাক সবজি কিনতে পারছে। বাজারে দরিদ্র পরিবারদের জন্য সবজি দান বাক্সও আছে। ক্রেতারা ইচ্ছে করলে দরিদ্রদের জন্য সবজি কিনে দানও করতে পারবেন। এদিকে আলুর সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন কোলেস্টরেল থেকে বুধবার ১৪ টন আলু কিনেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলায় ওই আলু কম দামে বিক্রির জন্য সরবরাহ করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাক সবজি কিনতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা, যৌক্তিকতা এবং উদ্যেক্তা পেলে এই বাজার আরও সম্প্রসারিত করা হবে।

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission