• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

গাইবান্ধায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৭:০০
গাইবান্ধায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দলের তিন নেতার পদ স্থগিত করেছে বিএনপি। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার কামারপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে পদ স্থগিত সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া।

তিনি বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় কামারপাড়া ইউনিয়নের ওই ৩ নেতার পদ স্থগিত করা হয়েছে।

এ দিকে জানা গেছে, বৃহস্পতিবার শাহ শওকত আলী মানিকের স্ত্রী নিলুফা ইয়াসমিন মুক্তা কামারপাড়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নিতে আসেন। এ সময় সার্ভার সমস্যার কারণে দায়িত্বরত সচিবের কাজ করতে বিলম্ব হয়। এতে নিলুফা ইয়াসমিন ক্ষিপ্ত হয়ে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর শহিদুল ইসলাম সোনা, সাইফুল ইসলাম জাহাঙ্গীর দলবল নিয়ে পরিষদে হামলা করেন। এ সময় সচিবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এতে আব্দুল গণি আকন্দসহ অন্যান্য গ্রামপুলিশ পরিস্থিতি থামাতে গেলে পরিষদের সদস্য হারুন মিয়ার ভাই হুমায়ুন আহমেদ উত্তেজিত হয়ে আব্দুল গণি আকন্দকে মারধর করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান বলেন, ‘ঘটনার সময় আমি পরিষদে ছিলেন না। গ্রাম গ্রামপুলিশকে মারপিট ও সচিবকে লাঞ্ছিত করার বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।’

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, কামারপাড়া ইউনিয়ন পরিষদে সৃষ্ট ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সেটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির অবস্থানকে নষ্ট করতে অপশক্তি ষড়যন্ত্র করছে: ইঞ্জিনিয়ার শ্যামল 
সবার এখন ঐক্যবদ্ধ থাকার সময়: রুমিন ফারহানা
শনিবার লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব
ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: নজরুল ইসলাম