• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ-সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের আয়োজনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাসিবুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি সরোয়ার হোসেন, সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক আরএন রাজু।

এ সময় বক্তারা বলেন, এখন পর্যন্ত লক্ষ্মীপুরে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 
লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
বিএনপি নেতাকে মারধর, যুবদল নেতা বহিষ্কার