কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২
কক্সবাজার সদরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাটপাড়া গামী রাস্তার মুখে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সিএনজির পেছন সিট থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ। সেই সঙ্গে সিএনজিটিও জব্দ করে পুলিশ।
আটকরা হলেন- লিংকরোড় মহুরীপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজিচালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) এবং অপরজন একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজিচালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াসের সিএনজির পেছন সিট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হিসেবে মোহাম্মদ ওসমানকে লিংকরোড এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন