আটক ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, এসআই ক্লোজড 

আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪৬ এএম


আটক ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, এসআই ক্লোজড 
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী।

বিজ্ঞাপন

ছাত্রদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছিল জানিয়ে তিনি বলেন, পরে দুই পক্ষ বসে একটি সুন্দর সমাধান করেছি। ভুল বোঝাবুঝির দূর হয়েছে। ছাত্ররা উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান ও এসআই আবু সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেগুলোর তদন্ত করব। তবে এর মধ্যে ছাত্রদের আটকের ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে একটি বৈঠকের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈঠক চলাকালে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে থাকা তিন ছাত্রকে আটক করে। পরে তাদের উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়।

আটক হওয়া তিন ছাত্র হলেন- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটির ছাত্র বাপ্পি।

এদিকে, তিন ছাত্রকে আটকের খবর ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা তাদের ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ এবং থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী আহত হন।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.