• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২০

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০
ছবি: সংগৃহীত।

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়লেন ২০ পরীক্ষার্থী।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত পরীক্ষার চারটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

সমিতি সূত্র জানায়, শহরের চার কেন্দ্রে নিয়োগ পরীক্ষার আয়োজন করে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে পাঁচ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে সাতজন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে সাতজন ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ছয় জনকে আটক করা হয়।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, পরীক্ষায় প্রক্সি দিতে আসা ২০ জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশে সোপর্দ করেছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি নাজমীন সুলতানা আটক
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক
পোশাককর্মীকে হত্যার অভিযোগ, শ্যালক আটক
ঢাকাকে অল্পতেই আটকালো খুলনা