স্ত্রীর দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় নারীকে মারধর

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ০৪:০৯ পিএম


স্ত্রীর দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় নারীকে মারধর
ছবি : আরটিভি

বাগেরহাটের মোংলায় স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক তরুণী।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল থেকে বটতলা (মুন্সিপাড়া) এলাকায় প্রেমিক সাগর তালুকদারের (৩৫) পিতার বাড়িতে অবস্থান নেন লাইজু। অবস্থান নেওয়ার পরপরই তাকে পিটিয়ে জখম করে প্রেমিক মো. সাগর তালুকদারের পরিবারের সদস্যরা। 

বিজ্ঞাপন

লাইজু মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে। তিনি মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে।

লাইজু আক্তারের অভিযোগ, সাগর তালুকদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর তাকে ভাড়া বাসায় রাখে। ঠিকমতো ভরনপোশন দিত না। বাড়ি তুলে নেওয়ার ক্ষেত্রেও তালবাহানা করতে থাকে সাগর। বিভিন্ন সময় ব্যবসা করবে বলে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতো এবং চাপ দিতো ও মারধর করতো। উপায়ন্ত না দেখে তিনি বটতলা (মুন্সিপাড়া) এলাকায় সাগর তালুকদারের বাবার বাড়িতে অবস্থান নেন। অবস্থানে ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকজন লাইজুকে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী লাইজুকে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও বলেন, আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলেন না। সুস্থ্য হলে আবার আমি স্বামীর বাড়িতে অনশন করে আত্মহত্যা করব।

অভিযুক্ত সাগর তালুকদার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবিতে বাড়িতে অনশন করছেন যিনি, তিনি আমার দ্বিতীয় স্ত্রী। সে জেনে শুনেই আমাকে বিয়ে করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.