• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এলাকায় ফিরে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বলেন, বলেন, ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজিপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নিযাতন, চাদাঁবাজি, হামলা–ভাঙচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

এ দিকে বাদশা মিয়ার গ্রেপ্তারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নির্যাতিত ও স্থানীয় বাসিন্দারা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মমতাজ উদ্দিনের জামিন স্থগিত থাকবে
স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর 
আ.লীগ আমলে করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে বসছে ইসি
আলমডাঙ্গায় নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’