• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৩
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আর এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে মোংলা-রামপাল সড়কের গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান।

নিহতরা হলেন, ভটভটির চালক খুলনার দাকোপ থানার বানিশান্তা গ্রামের দিদার হোসেন (৩২) ও মোংলার সোনাইলতলা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে রোকন শেখ (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশ্ববর্তী খুলনার লাউডোপ থেকে ধান কেটে ভটভটিযোগে মোংলার সোনাইলতলা গ্রামের বাড়িতে আসছিলেন কৃষকরা। পথিমধ্যে চাপড়া এলাকায় সড়কের ওপর রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটির ড্রাইভারসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন ভটভটিতে থাকা অন্য দুই যাত্রী। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, একজনের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, ‘এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর  
হিলিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু