• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাইকমিশনে হামলা, প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:২৫
বিএনপি
ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয় ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ভারতের আগ্রাসনের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাটোয়ারী বলেন, বাংলাদেশে হিন্দু মুসলিমের সহবস্থান নষ্ট করার জন্য শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বিলোনীয়া সীমান্তে এসে উগ্র হিন্দুরা উসকানি দিচ্ছে। কোনো কিছুই বাড়াবাড়ি ঠিক না।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতির বন্ধনে রয়েছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের প্রতিবাদে আমাদের সনাতনী ভাইয়েরাও মাঠে নেমেছেন।

সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বড় খেজুর চত্বর, মডেল থানা, শহীদ মিনার, ট্রাংক রোড প্রদক্ষিণ করে শেষ হয়।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো সম্প্রীতি চায় না: তথ্য উপদেষ্টা
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক 
ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা: মাহফুজ আলম
বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির