ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

ময়মনসিংহে চার হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) নগরের মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন- আবদুল কাইয়ুম (৩০) ও আমিরুল ইসলাম (৩৫)। আবদুল কাইয়ুম তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও আমিরুল ইসলাম গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের মৃত আদবদুল কাদিরের ছেলে।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা, ১ লাখ ৭৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। চক্রটির প্রধানের নাম প্রকাশ না করলেও ইতোপূর্বে তার বিরুদ্ধে মামলা রয়েছে জানান তিনি। টেকনাফ থেকে এ চক্রটি ইয়াবার চালান নিয়ে আসতো। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

আরটিভি/এএএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |