চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু হয়েছে, গত এক দিনে জেলায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে বলা হয়েছে, টুম্পা নামে ১০ বছর বয়েসী যে মেয়েটি মারা গেছে, তার পরিবার থাকে নগরীর বায়েজিদ এলাকায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে আরও ভর্তি হয়েছেন ২২ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে ১ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ১৭১ জন এবং মারা গেছেন মোট ৪৩ জন। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী এবং শিশু ৫ জন। এর মধ্যে শুধুমাত্র নভেম্বরেই মারা গেছেন ১৬ জন।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২১ সালে মারা যান ৫ জন, ২০২২ সালে মারা যান ৪১ জন এবং ২০২৩ সালে মারা যান ১০৭ জন।
আরটিভি/এমএ
মন্তব্য করুন