• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২
ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু হয়েছে, গত এক দিনে জেলায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে বলা হয়েছে, টুম্পা নামে ১০ বছর বয়েসী যে মেয়েটি মারা গেছে, তার পরিবার থাকে নগরীর বায়েজিদ এলাকায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে আরও ভর্তি হয়েছেন ২২ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে ১ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ১৭১ জন এবং মারা গেছেন মোট ৪৩ জন। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী এবং শিশু ৫ জন। এর মধ্যে শুধুমাত্র নভেম্বরেই মারা গেছেন ১৬ জন।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২১ সালে মারা যান ৫ জন, ২০২২ সালে মারা যান ৪১ জন এবং ২০২৩ সালে মারা যান ১০৭ জন।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের প্রথম জয়ে ম্যাচসেরা তামিম
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৪
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৩