• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইতিহাস কাউকে ক্ষমা করে না, বিএনপি নেতা শরীফ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯
ইতিহাস কাউকে ক্ষমা করে না, বিএনপি নেতা শরীফ
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনসহ খুন-গুম করে যে অন্যায় করেছে ফ্যসিস্ট হাসিনা সরকার। তারই ফল হিসেবে গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনসহ দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন বিএনপির আয়োজনে আরব আলী চক বাজার মাঠে এক স্মরণসভাতে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন ছয়সূতি বিএনপির সভাপতি সালাউদ্দিন মোর্শেদ নিজামী।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২৩) ও শ্রমিক দলের সভাপতি বিল্লাল মিয়া (৩২) স্মরণে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা শরীফুল আলম বলেন, সেদিন বিনা কারণে পুলিশ গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছিল। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের সেবক পুলিশ ছিল এক বেপরোয়া বাহিনী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিলাদ, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহ আলম ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ পালনকালে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের ছয়সূতি বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে রেফায়েত উল্লাহ ও বিল্লাহ মিয়া নিহত হন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব কামরুল
বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিতরা জাতীয় বীর: এমরান সালেহ প্রিন্স 
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল