• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

জয়পুরহাটে আলু খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৪০
জয়পুরহাটে আলু খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 
ছবি : আরটিভি

জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর আব্দুল মালেক খান ফটু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘী বড়কোদাল নামক মাঠের আলু খেত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক খান ফটু উপজেলার করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে।

তিনি পার্শ্ববর্তী বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত পিওন ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল মালেক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি রাতে বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। শুক্রবার দুপুরের দিকে কৃষকরা মাঠের মধ্যে আলু খেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরই মধ্যে পরিবারের সদস্যরা মাঠে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলটি পড়েছিল রাস্তার পাশে।

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। সারারাত খোঁজাখুজি করে তার কোনো সন্ধান না পেয়ে সকালে থানায় গিয়ে পুলিশকে অবগত করেছি। বাড়িতে আসার পর শুনতে পারি, আলু খেতে কার মরদেহ যেন পড়ে আছে। সেখানে গিয়ে দেখি ওই মরদেহই আমার বাবার।

সিদ্দিকুর রহমান আরও বলেন, আমার বাবা সুস্থ ছিল। কে বা কারা আমার বাবাকে হত্যা করে মরদেহ আলু খেতে ফেলে গেছে। এই হত্যাকাণ্ডের আমি বিচার চাই।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত চলমান।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ
পাঁচবিবিতে ২ ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ১
ক্ষেতলাল উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ারুজ্জামান গ্রেপ্তার
‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা