• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বালু উত্তোলনে বাধা দেওয়ায় কৃষককে হত্যা 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ০৭:১৯
বালু উত্তোলনে বাধা দেওয়ায় কৃষককে হত্যা 
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাস্টারপাড়া এলাকার রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ১০/১২ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষক দুলালের খতিয়ানভুক্ত জমি থেকে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনে কৃষক দুলাল বাধা দিলে সিন্ডিকেটের লোকজন তার উপর চড়াও হয়ে ড্রেজার মেশিনের হ্যান্ডেল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলে কৃষক দুলালের মাথার মগজ বের হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পার্শ্ববর্তী রূপাই চড়ায় তাকে ফেলে দেয়া হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ির ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে দুলাল নামের ওই কৃষক গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়ে ঘটনাস্থল থেকে ফিরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, বিকেলে তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার পর ওসি সাহেবকে ঘঠনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা নেয়া হবে এবং এসব অবৈধ বালু মহালের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে বিএনপি-জামায়াতের নাম ব্যবহার করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী চক্রটি। এসব চক্র প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করে যাচ্ছে বলে জানা যায়। প্রশাসন কয়েকটি বালু মহালে অভিযান চালিয়ে ব্যবস্থা নিলেও কোনো মতেই বন্ধ হচ্ছে না এসব অবৈধ বালু উত্তোলন।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুমার শানু
কক্সবাজার সৈকতে পর্যটক হত্যায় কাউন্সিলর আটক
ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা