ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৭:১৫ পিএম


বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার আলমগীর হোসেন উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ডিএমপি জানায়, শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় একটি রড-সিমেন্ট দোকানে কর্মরত আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরবর্তী সময়ে নিহতের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পাওয়া গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেন ওই আন্দোলন দমনে সরাসরি জড়িত ছিলেন এবং অর্থের যোগানদাতা হিসেবেও ভূমিকা রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।  

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |