ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১১:১৫ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে। 

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদেপল্লীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল রাত ৩টার দিকে ওই গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল রডের ছুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে। ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত রুবেল হোসেন নামে এক যুবককে।

বিজ্ঞাপন

আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |