১২ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরল পুলিশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৪ পিএম


১২ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরল পুলিশ
ফাইল ছবি।

প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করে খুলনায় ট্রাকসহ ডাকাত দলের দুজনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে চাপাতিসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার বরকত উল্লাহর ছেলে রিয়াদ আলী (৩০) এবং মোড়েলগঞ্জ উপজেলার ঢুলিগাতি এলাকার মৃত এ্যাকেন আলীর ছেলে শেখ সুমন ওরফে মিজান (৩৫)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়ুর ব্রিজের পূর্ব পাশে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ট্রাকটিকে চ্যালেঞ্জ করলে সেটি দ্রুত পালিয়ে যেতে চায়। এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়লে রিয়াদ আলী নামের একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ ট্রাকটির পিছু নিলে সেটি জয়বাংলার মোড়, জিরোপয়েন্ট থেকে রূপসা সেতু পার হয়ে কুদির বটতলায় পৌঁছালে পুলিশ সেখান থেকে ট্রাকটি জব্দ করে। এসময় ডাকাত দলের আরএক সদস্য শেখ সুমন ওরফে মিজানকে আটক করে। বর্তমানে ট্রাকটি সোনাডাঙ্গা মডেল থানায় রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকযোগে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের ট্রাকের গতিরোধের চেষ্টা করে। তবে ট্রাকটি না থামিয়ে দ্রুত চালিয়ে যায়। পরে পুলিশের টিম ট্রাকের পিছু নেয়। পরে রূপসা কুদিরবটতলা এলাকায় ট্রাকটিকে আটকানো হয়।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission