ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ছয় মাসের মধ্যে নির্বাচনী সংস্কার সম্ভব: জামায়াত সেক্রেটারি    

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ১২:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) সকালে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা শেষে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলাম সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেকে বলছেন নির্বাচনের সময় খুব লম্বা হয়ে যাবে, যে নির্বাচনের জন্য আমরা পনেরো বছর অপেক্ষা করতে পারলাম সেই নির্বাচন  নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য যদি ৩ থেকে ৪ মাস কমবেশি সময় প্রয়োজন হয় তাতে কোন সমস্যা না।

এর আগে, নড়াইল সদরের হবখালী স্কুল মাঠে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজায় ইমামতি করেন-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, 
সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামানসহ অনেক মুসল্লি।

বিজ্ঞাপন

বার্ধক্যজনিত কারণে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী রোববার (২৬ জানুয়ারি) ইন্তেকাল করেন।

আরটিভি/এমএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |