ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মেহেরপুর কারাগারে নেওয়া হলো সাবেক জনপ্রশাসনমন্ত্রীকে

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ১০:৫৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মেহেরপুর আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা থেকে প্রিজনভ্যানে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।

এদিকে ফরহাদ হোসেন দোদুলকে মেহেরপুর আনার খবর এলাকার অনেক উৎসুক মানুষ সড়কে বেরিয়ে আসে। জেলা কারাগারের সামনেও মানুষ ভিড় করে। এর আগে, পুরো শহর এবং কারাগার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ফেলে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ঘটনা ছাড়াই তাকে কারাগের নিয়ে যায় পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় তাকে ঢাকা থেকে নেওয়া হয়েছে।

ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং ২০২৪ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন মন্ত্রী হয়েছিলেন। 

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে ফরহাদ হোসেন দোদুলকে আটক করেছিল র‌্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |