ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

‘জনগণ জামায়াতকে সুযোগ দিলে শাসক হব না, চৌকিদার হব’

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ১০:৪৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

জনগণ জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আমরা শাসক হব না, চৌকিদার হব বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. সামিউল হক ফারুকী বলেন, ‘আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন- জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় তা হলে আমরা শাসক হব না, চৌকিদার হব। আওয়ামী ফ্যাসিবাদের আমলেতো দিনের ভোট রাতে হতো। ৫ আগস্টের পরে আজকে ভোটের একটি পরিবেশ তৈরি হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে। তাই জামায়াতের নেতাকর্মীদেরকে বলবো ইসলামকে বিজয়ী করতে হলে এখন থেকেই কাজ শুরু করতে হবে।’ 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকে দেখা যায় শাসকরাই চুরি করে। জনগণের অর্থ বিদেশে পাচার করে। ইসলাম ক্ষমতায় গেলে এমনটি হবে না।’

তাড়াইল উপজেলা শাখা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রটারি এম কে মাসুদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি শাখার সিনিয়র কার্ডিওলজিস্ট প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েব আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারি সেক্রেটারি শামসুল আলম সেলিম, আজহারুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসলেহ উদ্দিন সুমন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম সানাউল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |