ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

মাদারীপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, ৪৯ জনের নামে মামলা 

আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ১১:৪৮ এএম


loading/img
ফাইল ছবি

মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের মা সুফিয়া বেগম। 

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে ৪৯ জনের নামসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলাটি করা হয়। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান গণমাধ্যমকে জানান, নিহত সাইফুল ও আতাবুরের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যেখানে নামীয় আসামি করা হয়েছে ৪৯ জন ও অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

মামলায় মোহাম্মদ শাহজাহান, মতিন মোল্লা, হোসেন শিকদারের নাম রয়েছে। বাকিদের নাম আপাতত বলা যাচ্ছে না। তবে এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা চলছে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানান, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো. শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শনিবার সকালের দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে সাইফুল সরদার, আতাবুর সরদার ঘটনাস্থলেই মারা যায়। আর পলাশ সরদার নামে একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যদের মোতায়ন করে রাখা আছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |