ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহারাদারের বেতন বাড়ানোর কথা বলায় ফিশ হ্যাচারির পাহারাদার আক্কাছ আলীকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। এতে ফিশ হ্যাচারির মালিক মো. জানে আলমকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন।
নিহত আক্কাছ আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দক্ষিণ রতনপুর গ্রামের সুর মোহাম্মদের ছেলে।
আটক জানে আলম উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার পশ্চিমপাড়া এলাকার মৃত জাড়ু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামের একটি ফিশ হ্যাচারি থেকে মঙ্গলবার সকালে আক্কাছ আলী (৪৫) নামের ওই পাহারাদারের মরদেহ উদ্ধার করে ধরখার ফাঁড়ি পুলিশের সদস্যরা।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, নিহত আক্কাস আলী ২ বৎসর ধরে ১০ হাজার টাকা বেতনে আটককৃত জানে আলমের ফিশ হ্যাচারিতে পাহারাদারের চাকরি করত।
নিহতের স্ত্রী মোসা. সালমা জানান, বেশ কিছু ধরে তার স্বামী আক্কাছ আলী তার মালিক জানে আলমকে বেতন বাড়িয়ে দিতে বললে এতে জানে আলম তার স্বামীকে নিয়মিত বেতন দেওয়া বন্ধ করে দেয়। আর এই বেতন বন্ধ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য ও শত্রুতা সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. সালমা বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে জানে আলমকে অভিযান চালিয়ে বুধবার ভোরে আটক করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দদিন জানান, স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় আসামি জানে আলমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে জানে আলম জড়িত।
আরটিভি/এএএ