টাঙ্গাইলের ঘাটাইলে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাতে উপজেলার গারোবাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।
সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ।
স্থানীয়রা জানান, প্রথমে একটি চা-স্টল থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘাটাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ৯টি দোকান পুড়ে যায়।
এতে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
আরটিভি/এমকে/এস