বিএনপির ইফতার মাহফিলে দু’গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ১০:২০ পিএম


নান্দাইলে বিএনপির ইফতার মাহফিলে সংঘর্ষে আহত ১০, ১৪৪ ধারা জারি
ছবি: আরটিভি

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ ঘটনায় স্থানীয় শহীদ স্মৃতি কলেজ মাঠ ও আশপাশ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) বিকেলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার এই আদেশ জারী করেন।

ইউএনও সারমিনা সাত্তার জানান, স্থানীয় বিএনপির দুইটি পক্ষ শহীদ স্মৃতি কলেজ মাঠে একই দিনে একই মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। এনিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় শহীদ স্মৃতি কলেজ মাঠ ও আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেল ৫টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আশা করছি রাত ১০টার দিকে ১৪৪ প্রত্যাহার করা যাবে।  

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, গত কিছুদিন আগে উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৩টি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকেই বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গণ্ডগোল চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার পৌর এলাকার শহীদ স্মৃতি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে একই সময়ে একই মাঠে ইফতার মাহফিলের ডাক দেয় বিএনপির অপর অংশের নেতা ও পৌর বিএনপির আহবায়ক আজিজুল হাই পিকুল। এনিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তবে এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, বিএনপির দুই পক্ষের ইফতার মাহফিলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪৪ জারির পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission