ঢাকা

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২, আহত ২১

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০১:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ভটভটি যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) সকালে জেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে রণবীর বালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫২) এবং একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে হানিফ উদ্দিন (৩৫)। এদের মধ্যে হারুন পথচারী এবং অপরজন শ্রমিক। 

বিজ্ঞাপন

আহতরা হলেন- সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো. সাত্তার (৬০), বাসরি (৫০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০) সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা। স্থানীয়রা ৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম পাওয়া যায়নি। তারা সবাই  ভটভটিতে (শ্যালো ইঞ্জিনচালিত বাহন) আলু তোলার কাজের জন্য বের হয়েছিলেন। এ ঘটনায় কাউকে আটক না করতে পারলেও ট্রাক জব্দ করেছে পুলিশ। 

এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে একটি ট্রাক ধুনটের দিক থেকে আসছিল। এসময় রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দূরে এসে আবার যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিয়ে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

আহত হারান বলেন, আমরা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এ সময় রণবীর বালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |