দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৫:৫৪ পিএম


দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন 
ছবি: আরটিভি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর বগুড়ার দুপচাঁচিয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মৌ প্লাজার দ্বিতীয় তলায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এই উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. সাহাবুদ্দিন। 

এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি মো. সাহাবুদ্দিন বলেন, গ্ৰাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত সহ ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানই বেঙ্গল ব্যাংকের একমাত্র লক্ষ্য। আর এজন্যই বেঙ্গল ব্যাংক অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।‌ দেশের ব্যবসা-বাণিজ্য প্রসার সহ ক্ষুদ্র ও কুটির শিল্প সহ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের জন্য বেঙ্গল ব্যাংক এখন একটি আস্থার ব্যাংক। তিনি ব্যবসায়ী সমাজকে বেঙ্গল ব্যাংকের সাথে লেনদেন করার আহ্বান জানান।‌

বিজ্ঞাপন

দুপচাঁচিয়া উপ শাখার ইনচার্জ মো. হাসানুল বান্না মাসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বণিক সমিতির সভাপতি মো. সামছুদ্দিন, দুপচাঁচিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হারুন মিয়া, বেঙ্গল কমার্শিয়াল বগুড়া শাখার ব্যবস্থাপক আবু তৈয়ব হাসানুল সহ প্রমুখ। 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর বগুড়ার দুপচাঁচিয়া উপ শাখার উদ্বোধন করেন। 

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission