বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বগুড়া সদর থানাধীন কলোনী এলাকায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরটিভি/এমএ-টি