ঢাকা

পদ্মার ১৩ কেজির বোয়াল ৩৪ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০৪:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার নদীর মোহনায় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে নিমাই হালদার ও তার সঙ্গীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় সকালে জাল ফেলেন। এ সময় তাদের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে চাঁদনি এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে তিনি কিনে নেন।

বিজ্ঞাপন

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় কিনে অনলাইনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে খরচসহ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা গণমাধ্যমকে বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |