ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

গাংনী‌তে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৯:০৭ এএম


loading/img
ছবি: আরটিভি

মেহেরপুরের গাংনীতে স্যালোইঞ্জিনচালিত যান আলগামন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী এক যুবক নিহত হয়েছে। ‌ 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চৌগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাগর (২৩) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। ছেলের মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা তোজাম্মেল। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা শহর থেকে বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। গাংনী কাথুলি সড়কের চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে সামনে থেকে আসা একটি আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন সাগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ‌এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ‌

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |