ঢাকা

বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৮:৫৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভ্যানের আরও ২ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে। সোমবার রাতে বিরামপুর উপজেলার মির্জাপুর সাবরেজিস্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মমতাজুল হক।

নিহত ব্যক্তি জেলার নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে দিলদার রহমান এবং আহতরা একই এলাকার মেজবাহুল হোসেন এবং রুহুল আমীন। 

বিজ্ঞাপন

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। তবে আমরা বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |