সুনামগঞ্জের ছাতকে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) বিকেলে ছাতক সুরমা ব্রিজের গোলচত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহিন মিয়া (১৯) ও হুমায়ুন রশিদ (২১)। তারা ছাতক উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ছাতক থেকে কালারুকা গ্রামে যাওয়া পথে পাগল হাসান চত্বরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ট্রাক সিএনজিচালিত অটোরিকশার রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। একজন আহত হয়েছেন।
আরটিভি/এমকে