ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বিচার না হলে শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১০:৩২ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিচার না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর দুর্নীতি-দুঃশাসন তৈরি করেছে। এর বিচার দ্রুত হওয়া দরকার। বিচার না হলে শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। আরেকবার সুযোগ গ্রহণ করতে পারলে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। এ জন্য আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে, তা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে। আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবুও তার এখনও যথেষ্ট মনোবল ও সাহস আছে। এখনও তিনি আমাদের মনোবল ও সাহস দিয়ে যাচ্ছেন যে, ‘তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না।’ 

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে। যে স্বস্তিটা এখনও জনগণের মনে আসেনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |