ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০১:৫০ পিএম


loading/img
ছবি: আরটিভি

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (২৯ মার্চ) থেকে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৯ মার্চ থেকে শুরু করে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৮ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। চিঠির মাধ্যমে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। 

ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল রোববার থেকে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটি ব্যতীত হিলি স্থলবন্দরের অভ্যন্তরের সকল কার্যক্রম ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দরে আটকে থাকা তাদের পণ্য শুল্ক পরিশোধসাপেক্ষে ছাড়করণ করিয়ে নিতে পারবেন। 

এ ছাড়া পাসপোর্ট যাত্রীদের চলাচলের ক্ষেত্রে কাস্টমসের একটি বিভাগ সব সময় চালু থাকবে বলেও জানান তিনি। 

এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপারে কোনও বন্ধ নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্ট যাত্রীরা দুদেশের মাঝে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |