সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও ও মোকামছড়া সীমান্ত এলাকা থেকে সাত ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
বুধবার (২ এপ্রিল) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা জুমগাঁও এলাকা থেকে ৪টি ও প্যাকপাড়া বিওপির সদস্যরা মোকামছড়া এলাকা থেকে ৩টি গরুসহ মোট ৭টি ভারতীয় গরু আটক করেন।
বিজিবি জানিয়েছে, আটককৃত ৭টি গরুর আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
এ দিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজারের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।
আরটিভি/এমকে