ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মাগুরায় শিশু ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় মিলল হিটু শেখের সংশ্লিষ্টতা

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৬:৫৪ পিএম


loading/img
ফাইল ছবি।

দেশব্যাপী আলোচিত মাগুরায় আট বছরের সেই শিশু ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় প্রধান অভিযুক্ত হিটু শেখের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।

এদিকে মামলার এক মাস কেটে গেলেও দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন শিশুটির বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা। রমজান মাসে বিদ্যালয় ছুটি থাকায় দীর্ঘ দেড় মাস পর খুলেছে বিদ্যালয়টি। গতকাল সোমবার বিদ্যালয় চলাকালে শিশুর শিক্ষকরা জানান, তারা বিদ্যালয়ে এসে খুব কষ্ট পাচ্ছেন। তারা এর জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি চাইছেন।

বিজ্ঞাপন

৬ মার্চে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সামরিক হাসপাতালে ১৩ মার্চ মারা যায় সে। এতে তার মা বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেন। মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর, তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন কারাগারে। মামলার এক মাস হলেও আদালতে অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেন, আসামিদের মধ্যে হিটু শেখ ডিএনএতে প্রমাণিত হয়েছে। অন্যদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এর আগে প্রধান আসামি আদালতে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |