ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে আওয়ামী দোসররা জড়িত: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৯:৫৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে শোরুম ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের দোসররা জড়িত। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) টাঙ্গাইলে জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

টুকু বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাট করছেন, তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাঙচুর করছেন, তারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা সাবধান হয়ে যান। যারা ভাঙচুর করেছেন, তারা আওয়ামী লীগেরই প্রেতাত্মা। 

বিজ্ঞাপন

এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা শ্রমিক দলের আহবায়ক ভিপি মনির, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

আরটিভি/এএএ -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |