ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মেহেরপুরে সকাল থেকেই ঝরছে বৃষ্টি, ধান নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০১:১৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

মেহেরপুরে সকাল থেকেই ঝরছে বৃষ্টি। মাঝারি এ বর্ষণের ফলে মানুষ চলাচল কমে গেছে রাস্তাঘাটে। বৈশাখ মাসে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকায় মানুষ বলছে আষাঢ়ের রুপ নিয়েছে। বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির কারণে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে কালো মেঘ বাড়তে থাকে। সকাল ১০টার দিকে শুরু হয় মাঝারি বৃষ্টি, সঙ্গে হালকা বজ্রপাত অব্যাহত রয়েছে। 

বৃষ্টি অব্যাহত থাকায় জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। কাজকর্ম বাদ দিয়ে অলস সময় পার করছেন অনেক শ্রমিক। জরুরি প্রয়োজনে ঘর থেকে ছাতা নিয়ে কেউ কেউ বের হলেও সড়কগুলো শূন্য প্রায়। অব্যাহত এ বৃষ্টিতে বোরো ধানসহ উঠতি ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

বিজ্ঞাপন

জানা গেছে, বৈশাখ মাসে সাধারণত ঝড়-বৃষ্টি কিংবা বজ্র-বৃষ্টি হয় যার স্থায়িত্ব খুব বেশি নয়। আষাঢ় মাসে দিন রাত এমন কি কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়। এ কারণে অনেকে বলেছেন, বৈশাখের এই বৃষ্টি আষাঢ়ের বৃষ্টির রুপ নিয়েছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় আবহাওয়া বার্তায় খুলনা বিভাগসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সকাল থেকে শুরু হয় বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ করা হবে বিকেল ৩টায়। আগামীকালও বৃষ্টিপাত হতে পারে। 

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |