ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গোয়াল ঘরে দুর্বৃত্তদের আগুন, ৩টি গরু পুড়ে ছাই

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ১১:৫০ এএম


loading/img
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে কুশাখালীতে খলিলুর রহমান নামে এক কৃষকের গোয়ালঘরে আগুন দিয়ে ৩টি গরু পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার কুশাখালী এলাকার নুরনবী হেডম বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

ভুক্তভোগী কৃষক খালিলুর রহমান জানান, তার গোয়ালঘরে মোট ৩টি গরু ছিল। প্রতিদিনের মতো তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘুমাতে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। চিৎকার শোনে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তীব্র আগুনে ৩ গরু আগুনে পুড়ে মারা যায়।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |